বিনোদন ডেস্ক: প্রেম সাধারণত এমনই। প্রথম দেখাতে একটু ভালো লাগা। আর এই ভালো লাগা থেকেই জন্ম নেয় ভালোবাসার। আর শেষে এই ভালোবাসা গড়ায় পরিণয়ে। তেমনই অ্যাম্বার হার্ডকে প্রথমবার দেখেই প্রেমে পড়েছিলেন জনি ডেপ!
জীবনে অজস্র সম্পর্কে জড়িয়েছেন ‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’। শেষ প্রেমিকা অ্যাম্বারকে বিয়ে করেছেন গত বছর ফেব্রুয়ারিতে। সদ্য ঘটা করে পালন করলেন বিবাহবার্ষিকীও।
আর সেখানেই জানালেন, ‘দ্য রাম ডায়েরি’র সেট’ -এ বছর ৫২ এর জনি প্রথম দর্শনেই প্রেমে পড়েছিলেন ২৯ বছরের অ্যাম্বারের।
তার মতে, ‘প্রথম দেখার পর থেকেই ওকে ‘ট্র্যাক’ করতে শুরু করেছিলাম। আসলে দু’জনেই পরস্পরকে নজরে রাখতাম। সেই পর্বটা অসামান্য ছিল।’
অ্যাম্বারের মতো সুন্দরী ও বুদ্ধিমতী মহিলাকে যে স্ত্রী হিসেবে পেয়েছেন, সেটা নাকি এখনও বিশ্বাস করে উঠতে পারেন না জনি!
১০ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম