বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৪৭:২২

দুষ্টু শাহরুখ খান!

দুষ্টু শাহরুখ খান!

বিনোদন ডেস্ক : দিল্লিতেই কেটেছে বলিউড বাদশার শৈশব। সেখানে রয়েছে তার অজস্র স্মৃতি। দিল্লি শহরটা যেন তার কাছে প্রেমিকার মতই। আর তাই তো সুযোগ পেলেই তিনি ছুটে আসেন দিল্লিতে।

সম্প্রতি শাহরুখ খান এসেছেন দিল্লিতে। সেখানেই তাকে ঘিরে ধরেন সাংবাদিকরা। সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরও দেন তিনি হাসিমুখে। তাদের সাথে শৈশবের স্মৃতিও তিনি ভাগাভাগি করেন।

এখানেই সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন তার শৈশবের দুষ্টুমির কথা। শৈশবে তিনি প্রচণ্ড রকম দুষ্টু ছিলেন। সেসব বলতে গিয়ে তিনি বলেন, ‘সে সময় দুটি দুষ্টুমি খুব করতাম, জানি না এখনকার বাচ্চারাও এটা করে কি না। তার মানে কিন্তু বলছি না, ওদের করা উচিত'।

তিনি বলেন, এর একটা হলো কারও বাসার ডোরবেল চেপেই দৌড়ে পালাতাম। আরেকটা আরও সিরিয়াস ছিল, যেটা করতে গিয়ে একবার তো বেশ ঝামেলাতেই পড়েছিলাম। আমাদের অ্যাপার্টমেন্টে ফ্ল্যাটের সামনে চিঠির বাক্স বসানো থাকত। প্রতিবার দীপাবলির সময় সেগুলোর ভেতরে পটকা-বোমা ঢুকিয়ে উড়িয়ে দিতাম।’
১০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে