বিনোদন ডেস্ক : একবছর পর নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলিউডের আলোচিত অভিনেত্রী পরিণীত চোপড়া। আর সে খবর তিনি ঘটা করেই জানিয়েছেন সবাইকে।
পরিণীত যশ রাজ ফিল্মস-এর ‘মরি পেয়ারি বিন্দু’ শিরোনামের ছবিতে অভিনয় করবেন। অার এ ছবিতে তার বিপরীতে রয়েছেন আয়ুষ্মান খুরানা। শুধু তাই নয়, ছবিতে কিন্তু আরও চম আছে! অর্থাৎ প্রথমবারের মত এ ছবিতে পরিণীত একটি গানও গেয়েছেন!
টুইটারে পোস্ট করা ভিডিওতে নিজের গলায় ‘মানা কে হাম ইয়ার নহি...’ দু’কলি গাওয়ার পরেই নতুন ছবি সম্পর্কে জানিয়েছেন পরিণীতি। পরিচালক অক্ষয় রায়ের প্রথম ছবি এটি।
এর আগে ফারহান আখতারের ‘লক্ষ্য’, মীরা নায়ারের ‘দ্য নেমসেক’ কিংবা দীপা মেটার ‘ওয়াটার’এর মতো ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন অক্ষয়।
‘যশ রাজ’এর ব্যানারে ‘মেরি পেয়ারি বিন্দু’র সহ-প্রযোজনা করছেন পরিণীতির ‘বন্ধু’ মণীশ শর্মা। পরি’র ভাল সময় এল তাহলে শেষমেশ!
১০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন