বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:১৪:৪৩

সালমানের ‘সুলতানে’ মাতোয়ারা বলিউড

সালমানের ‘সুলতানে’ মাতোয়ারা বলিউড

বিনোদন ডেস্ক : ২০১৫ সালে সালমান খান অভিনীত ব্যবসা সফল ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’। ঠিক এ ছবির মতই বাজিমাত করতে এবার তিনি আসছেন ‘সুলতান’ নিয়ে। এটা এখনই বুঝা যাচ্ছে বলিউডে।

আর তাই তো, বছরের শুরুতেই ‘সুলতান’ নিয়ে ব্যস্ত সংবাদমাধ্যমও। কখনও সুলতানের পোস্টার আবার কখনও শুটিং ফ্লোরের ছবি। সব কিছু নিয়ে সোশাল মিডিয়াতেও হুলুস্থুল পড়ে গিয়েছে সালামনের ‘সুলতান’ নিয়ে।

এর আগে ‘সুলতান’-এর প্রথম পোস্টার দেখা গিয়েছিল। আর এবার সালমানের দ্বিতীয় লুক সামনে এলো। যা দেখে কুপোকাত তার ভক্তরা। ছবিতে সালমানকে একটু অন্য রকম লাগছে বৈকি। যা দেখে ফের নতুন রকমের একজন সালমান খানকে দেখতে পারছেন তার ভক্তরা।

এদিকে, শুধু সলমন নন, ইতিমধ্যেই সুলতান-এর বেশ কিছু ছবি শেয়ার করেছেন অনুষ্কা শর্মাও। যিনি এখন ‘সুলতান’-এ সালমানের ‘বেগম সাহেব’। শুটিং শুরুর প্রথম দিনেও যেমন ‘সুলতান’-এর ছবি পোস্ট করেছিলেন অনুষ্কা, তেমনি পরে আরও একটি ছবি পোস্ট করেন তিনি।

‘সুলতান’ নিয়ে এখন রীতিমত ব্যস্ত অনুষ্কা শর্মা। আর হবেই না কেন, শাহরুখ এবং আমিরের পর এবার যে তিনি বলিউডের আর এক খানের সঙ্গে অভিনয় করছেন। এ কি চাট্টিখানি কথা?

কিন্তু, সূত্র বলছে, সুলতানের জন্যই নাকি এবার বিরাটের সঙ্গে সম্পর্কটা স্থায়ী হলো না অনুষ্কার।

একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ‘সুলতান’-এর জন্য এই মুহুর্তে চরম ব্যস্ত অনুষ্কা। আপাতত কেরিয়ারেই মনোযোগ দিতে চাইছেন তিনি। আর সেই কারণেই বিরাটের দেওয়া বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। বেশ কিছুদিন বিরাট, অনুষ্কার ব্রেকআপ নিয়ে গুঞ্জন চলার পর অবশেষে মঙ্গলবার সরাসরি এ বিষয়ে মুখ খুলেছেন বিরাট। তবে, মুখে ‘রা’ কাটেননি অনুষ্কা।

যদিও, বিরাট এবং অনুষ্কার ব্রেকআপের জন্য সালমানের ‘সুলতান’-কে অনেকে দায়ি করলেও, এ বিষয়ে কোনও মন্তব্যই করেননি সালমান খান। ২০১৬-এর ঈদে মুক্তি পাবে আলি আব্বাস জাফরের সুলতান l
১০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে