বিনোদন ডেস্ক : বাংলাদেশের মেয়ে জয়া আহসান। একাধারে মডেল ও অভিনেত্রী। ঢাকাই সিনেমাতেও রয়েছে তার বেশ কদর। অভিনয় শৈলিও চমৎকার। এতে মুগ্ধ কলকাতার নির্মাতারাও। ফলশ্রুতিতে কলকাতার দু’টি সিনেমাতে ইতিমধ্যে অভিনয় করেছেন তিনি।
কলকাতায় তার প্রথম ছবি ছিলো ‘একটি বাঙালি ভুতের গপ্পো’ আর দ্বিতীয় ছবি ‘রাজ কাহিনী’। এরমধ্যে ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ মুক্তি পেয়েছে আগেই। ওতে বেশ প্রশংসাও কুড়িয়েছেন তিনি। এবার পালা তার দ্বিতীয় ছবি ‘রাজ কাহিনী’র। এটি আগামী ১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে।
সৃজিত মুখার্জি পরিচালিত কলকাতার ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত এই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয়া। ঐতিহাসিক গল্পের প্রেক্ষাপটে ছবিটি তৈরী করা হয়েছে। ১৯৪৭ সালে দেশ ভাগের গল্প এ ছবির পটভূমি।
ছবিটিতে অভিনয় প্রসঙ্গে জয়া আহসান বলেন, এর আগে একাধিক কলকাতার ছবিতে অভিনয় করলেও এবারই প্রথম সৃজিত মুখার্জির ছবিতে অভিনয় করার সুযোগ হয়েছে। তার মতো গুণী নির্মাতার সাথে কাজ করতে পারাটা সৌভাগ্যের।
ছবিতে জয়া ছাড়াও অভিনয় করেছেন এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্তসহ অনেকে। চলচ্চিত্রে জয়ার চরিত্রের নাম রুবিনা। জয়া এতাদিন ছবিটির প্রচারণার কাজে ব্যস্ত ছিলেন। ঈদের পর থেকে তার পরবর্তী ছবির কাজগুলোয় হাত দিবেন।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন