বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৪১:০১

কোহলি-আনুশকার ব্রেকআপের নেপথ্যে ‘সুলতান’!

কোহলি-আনুশকার ব্রেকআপের নেপথ্যে ‘সুলতান’!

বিনোদন ডেস্ক : রণবীর কাপুরের সাথে ক্যাটরিনা কাইফের বিচ্ছেদের পর এবার বলিউডে সবচেয়ে বেশি চর্চিত বিষয় বিরাট কোহলির সাথে আনুশকা শর্মার ব্রেকআপের খবর। এ নিয়ে এখন পুরো বলিউডজুড়েই বেশ চর্চা শুরু হয়েছে।

এদিকে বিরাটের সাথে আনুশকার ব্রেকআপের পর এ নিয়ে খোলাখুলি কিছুই বলছেন না দু’জনের একজনও। তবে সম্প্রতি বিরাট আনুশকা সম্পর্কে সামান্য ইংগিত দিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে।

বিরাট দাবী করেছেন, আনুশকা শর্মা নাকি সম্পর্কটাকে সব সময় বেঁধে রাখতে চাইতেন। এক কথায়, আনুশকা নাকি ছিলেন ‘কন্ট্রোলিং গার্লফ্রেন্ড’।

এদিকে এরমধ্যে কিছু সংবাদ মাধ্যম দাবী করেছে আনুশকাকে ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে বিরাট কোহলি। সে অানুশকাকে পেতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে।  

এর আগে আনুশকার সাথে তার ব্রেকআপের বিষয়টা জোরাল হয় তখন, যযখন আনুশকা বিরাটের বিয়ে প্রস্তাব ফিরিয়ে দেন। তবে কেন আনুশকা বিরাটের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন? কেনই বা বিচ্ছেদের পথে হাঁটলেন তিনি? এ নিয়ে এখন চলছে জল্পনা কল্পনা।

তবে কেউ কেউ এর নেপথ্যে সালমান খানের ‘সুলতান’ ছবিকেই দায়ী করছেন। অর্থাৎ সুলতানের ব্যস্ততার কারণেই এখন বিয়ে নিয়ে জড়াতে চাচ্ছেন না আনুশকা। তিনি তার কেরিয়ার নিয়ে বেশি মনোযোগি হতে চাচ্ছেন। আর তাই ব্রেকআপের মত সিদ্ধান্তে যেতে বাধ্য হয়েছেন তিনি।

২০১৫ সালে সালমান খান অভিনীত ব্যবসা সফল ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’। ঠিক এ ছবির মতই বাজিমাত করতে এবার তিনি আসছেন ‘সুলতান’ নিয়ে। এটা এখনই বুঝা যাচ্ছে বলিউডে।

বর্তমানে আনুশকা শর্মা ব্যস্ত আছেন ‘সুলতান’ ছবির কাজ নিয়ে। এ ছবিতে তিনি সালমানের ‘বেগম সাহেব’। ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত আনুশকা। এবং এ ছবি দিয়ে তিনি তার ক্যারিয়ারে নতুনমাত্র যুক্ত করবেন এটাই এখন তার ভানবনা।

একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ‘সুলতান’-এর জন্য এই মুহুর্তে চরম ব্যস্ত আনুশকা। আপাতত কেরিয়ারেই মনোযোগ দিতে চাইছেন তিনি। আর সেই কারণেই বিরাটের দেওয়া বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। বেশ কিছুদিন বিরাট, আনুশকার ব্রেকআপ নিয়ে গুঞ্জন চলার পর অবশেষে মঙ্গলবার সরাসরি এ বিষয়ে মুখ খুলেছেন বিরাট। তবে, মুখে ‘রা’ কাটেননি অনুষ্কা।

যদিও, বিরাট এবং অনুষ্কার ব্রেকআপের জন্য সালমানের ‘সুলতান’-কে অনেকে দায়ি করলেও, এ বিষয়ে কোনও মন্তব্যই করেননি সালমান খান। ২০১৬-এর ঈদে মুক্তি পাবে আলি আব্বাস জাফরের সুলতান।
১০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে