বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৪৭:৩৫

আমার বিয়ে, আর আমিই জানি না : প্রীতি জিনতা

আমার বিয়ে, আর আমিই জানি না : প্রীতি জিনতা

বিনোদন ডেস্ক : গুজব রটেছিল বিয়ে করতে চলেছেন বলিউডের 'ডিম্পল গার্ল' প্রীতি জিনতা। আমেরিকা নিবাসী জেন গুডম্যানের সঙ্গে বাগদান পর্ব সারতে খুব শীঘ্রই লস অ্যাঞ্জেলস পৌঁছে যাবেন প্রীতি, এমনটাই খবর ছড়িয়েছিল সংবাদমাধ্যমগুলি।

বলা হয়েছিল ১২-১৬ ফেব্রুয়ারি চলবে বিয়ের অনুষ্ঠান। ভালবাসার মৌশুমে আচমকাই প্রীতির বিয়ের খবরে চমক লেগে গিয়েছে বলিউডসহ তার বিশাল ভক্তদের মাঝে।

কিন্তু সেই সমস্ত গুঞ্জনে পানি ঢেলে বিয়ের খবরকে উড়িয়ে দিলেন প্রীতি। টুইট করে তার বিয়ে ও ব্যক্তিগত জীবন সম্পর্কে  মিডিয়া ও মানুষের অতিরিক্ত কৌতূহলের বিষয়ে বিরক্তি প্রকাশ করেন। তিনি বিস্ময় প্রকাশ করে লিখেন, আমার বিয়ে আর আমি জানি না!

টুইটে প্রীতি জিনতা বলেন, যেহেতু জীবনটা আমার তাই আমার বিয়ের ঘোষণা দয়া করে আমার ওপর ছেড়ে দিন।
১০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে