বিনোদন ডেস্ক : আনুশকা শর্মা ছবি প্রযোজনা করবেন। এমন ঘোষণা আগেই দিয়েছিলেন। এবার নতুন খবর হলো, এখন পুরোদমে চলছে শুটিং প্রস্তুতি। এপ্রিলেই শুরু হবে আনুশকা শর্মা প্রযোজিত ছবি 'ফিল্লাউরি'র।
আনুশকা শর্মার প্রযোজনা সংস্থা 'ক্লিন স্লেট ফিল্মস' থেকে ছবিটি প্রযোজনা করা হচ্ছে। আর এটি পরিচালনা করবেন 'চক দে ইন্ডিয়া'র সহযোগী পরিচালক আনশাই লাল। তবে এ ছবিতে বড় চমক হচ্ছে আলোচিত সুরজ শর্মা।
সুরজ শর্মা ২০১২ সালে 'লাইফ অফ পাই' ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন! ছবিটি চারটি বিভাগে অস্কার পুরস্কার লাভ করে। এবার সেই সুরজই থাকছে আনুশকার শর্মার 'ফিল্লাউরি' ছবিতে।
জানা গেছে, সিনেমার চিত্রনাট্য পড়ার পরই এতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন সুরজ। প্রযোজক অনুশকারও এই ছবির প্রধান পাত্র হিসেবে প্রথম পছন্দ ছিলেন তিনিই।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন্স কলেজের প্রথম বর্ষের ছাত্র সুরজ পড়ার ফাকে সুযোগ পান অ্যাং লি এর লাইফ অফ পাই সিনেমায়। সিনেমায় মাঝ সমুদ্রে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে ডুবন্ত নৌকায় সংসার করে দুনিয়া কাঁপিয়ে দিয়েছিলেন সুরজ।
১০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন