বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:৪৪:৫৪

বরুণকে ইন করিয়ে আউট করা হলো সালমানকে!

বরুণকে ইন করিয়ে আউট করা হলো সালমানকে!

বিনোদন ডেস্ক : ১৯৯৭ সালে সালমান খান অভিনীত ‘জুডয়া’ ছবিটি ছিল অন্যতম ব্যবসা সফল ছবি। এবার সেই ছবির সিক্যুয়েল তৈরি হচ্ছে। তবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ হচ্ছে, জুডওয়া; সিক্যুয়েলে সালমান খানকে রাখা হচ্ছে না! তার জায়গায় নেয়া হচ্ছে বরুণ ধাওয়ানকে!

ডেভিড ধাওয়ানের নির্মাণে ও সালমান খান অভিনীত এই ছবিটি রীতিমতো বক্স অফিসে ঝড় তুলেছিল। এরপরও কেন সালমান খানকে বাদ দেয়া হল! এর কারণ খুঁজে অনেকেই পাচ্ছে না।

এছাড়া বলিউডে একজন প্রতিষ্ঠিত অভিনেতা সালমান খান। আর তার বিপরীতি বরুণ ধাওয়ান উঠতি অভিনেতা। সে হিসেবে সালমান খানের সাথে বরুণের তুলনা কি করে হয়?
 
এদিকে বলিউডের এক খবরে বলা হচ্ছে, বলিউডে কমেডিকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার কৃতিত্ব এক সময়ে যার ছিল, সেই ডেবিড ধাওয়ান এবার ‘জুডওয়া’র সিক্যুয়েল তৈরি করতে চলেছেন। নায়ক কে হবেন, তা নিয়ে এতো দিন পর্যন্ত ধোঁয়াশা ছিল।

অনেকে ভেবেছিলেন, আবারও সালমানকে নেয়া হবে। কিন্তু সকল জল্পনাকল্পনাকে উড়িয়ে নিজের ছেলে বরুণকেই চূড়ান্ত করেছেন ডেভিড ধাওয়ান। এই ছবিতে বরুণকে দ্বৈত চরিত্রে দেখা যাবে।
১০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে