বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:৪৭:২৯

আবারও সিনেমায় ফিরলেন ববিতা

আবারও সিনেমায় ফিরলেন ববিতা

বিনোদন ডেস্ক : চলচ্চিত্রে আর অভিনয় করবেন না ববিতা। এমনই ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে সে জায়গা থেকে সরে আসতে বাধ্য হলেন নির্মাতা আজিজুর রহমানের অনুরোধে। আর তাই নতুন করে ‘মাটি’ শিরোনামে একটি ছবিতে কাজ শুরু করছেন তিনি।

 বস্নু-জিনজার মাল্টিমিডিয়া প্রযোজিত যুদ্ধোত্তর বাংলাদেশ এবং একজন যুদ্ধশিশুকে কেন্দ্র করে এ ছবির পটভূমি গড়ে উঠেছে। রাজু আহম্মেদের কহিনীতে বাংলাদেশ ও কানাডায় এর শুটিং করা হবে।

ববিতা জানিয়েছেন, 'অনেকদিন আগেই 'মাটি' ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম। পরে অন্যান্য ছবির চুক্তির টাকা ফিরিয়ে দিয়েছি। এ ছবির টাকাও ফিরিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু আজিজ ভাইয়ের অনুরোধে এ ছবির কাজটি করতে হচ্ছে। এছাড়া এ ছবির গল্প আমাকে কেন্দ্র করে গড়ে উঠেছে’।

ববিতা দেশীয় চলচ্চিত্রের স্বর্ণালি সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী। তিনি সর্বশেষ নার্গিস আক্তারের 'পুত্র এখন পয়সাওয়ালা' শীর্ষক ছবিতে অভিনয় করেন। এ ছবিটি ২০১৪ সালের শেষের দিকে মুক্তি পায়।
১০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে