বিনোদন ডেস্ক : রণবীর ও ক্যাটরিনার ব্রেকআপের নেপথ্যে সালমান খান ছিলেন! এমন অভিযোগও তোলা হয়েছিল বিভিন্ন মহল থেকে। তবে তাদের এই ব্রেকআপ প্রসঙ্গ নিয়ে এতদিন একেবারেই নিশ্চুপ ছিলেন সালমান।
তবে এবার তিনি আকার ইংগিতে বুঝিয়ে দিলেন যে, রাণবীর-ক্যাট অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। আর এতেই যেন মাইন ফোটেছে বলিউডে। শুরু হয়ে নতুন গুঞ্জন।
সম্প্রতি পুনের একটি কলেজে উপস্থি হয়ে সিনিয়র সাংবাদিক রজত শর্মার করা প্রশ্নের উত্তরে সালমান খান বলেছেন, ‘ক্যাটরিনা আমার জীবনে দেখা সবচেয়ে পরিশ্রমী মেয়ে। সে একজন দিনমজুরের মতো পরিশ্রম করে’।
অনেকেই মানেন, ক্যাটরিনার ক্যারিয়ারে উত্থানের পেছনে সবচেয়ে বড় হাত ছিল সালমানের। এমন প্রশ্নই যখন সামনে নিয়ে আসলেন রজত, সালমান কৌশলে প্রশ্নটি কেবল এড়িয়েই গেলেন না বরং প্রশংসায় ভাসালেন তার সাবেক প্রেমিকাকে।
রণবীর ও ক্যাটরিনার প্রসঙ্গ উঠতেই সালমান খান বলেন, ‘আমার মনে হয় এ কথা পুরোনো হয়ে গেছে। আমি মনে করি সে অধ্যায় শেষ। যেমনটা শুনছি আজকাল তার ভিত্তিতেই বললাম।’
এদিকে রণবীরের সাথে ক্যাটের বিচ্ছেদের পর সালমানের সাথে তার বেশ ঘনিষ্ঠতা। এটা কেন? এমন প্রশ্ন তুলতেই সালমান খান বলেন, ‘এটাই ফিতুর...উন্মাদনা...পাগলামি। সে একটি সিনেমা করছে আর আমি বিগ বস সঞ্চালনা করছি। তার সিনেমার প্রচারে আমার শোতে আসতে হয়েছে এবং তার সঙ্গে দেখা করতে পেরে আমি আনন্দিত। সে যখন কৃষ্ণার কমেডি শোতে এসেছে, তখন আমি 'সুলতান' এর শুটিং- এ ব্যস্ত। আমি যখন শুনেছি সে কাছাকাছি আছে, আমি সিদ্ধান্ত নেই তার সঙ্গে দেখা করবার, তাই করেছি।
১০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন