বিনোদন ডেস্ক : বলিউড ভাইজান সালমান খান। যিনি গুণে গুণে ৫০ বছর পার করেছেন। তবে এখনও ভাইজান ব্যাচেলর। যদিও এ পর্যন্ত অনেক নারীর সাথে তার প্রেম ছিল উল্লেখ্য করার মত। তারপরও শেষ পরিণয় হয় নি।
এদিকে সালমানের বিয়ে নিয়ে আলোচনা এখন তুঙ্গে। এ নিয়ে তার ভক্তদেরও দুঃশ্চিন্তার অন্ত নেই। শোনা গিয়েছিল সালমান খান তার ৫০তম জন্মদিনে বিয়ের ঘোষণা দিবেন। কিন্তু সেদিনও কোন ঘোষণা আসে নি। এ নিয়ে হতাশ তার ভক্তকুল।
তবে বিয়ে করা না করা নিয়ে নাকি বেশ সংশয়ে আছেন সালমান খান। সম্প্রতি পুনের একটি কলেজের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ভাইজান। আর সেখানেই তার বিয়ে নিয়ে তার ভক্তরা বিয়ে নিয়ে উৎসাহ দেখালে তিনি বলেন, ‘যখন বিয়ে নিয়ে প্রশ্ন ওঠে, আমি সংশয়ে থাকি। কিন্তু আমি তিন থেকে চারটি বাচ্চা চাই। জানি বিয়ে ছাড়া এটি কঠিন কিন্তু আমি যোগাড় করতে পারব। প্রথমে বয়স ছিল না আর এখন বয়স পার হয়ে গেছে এবং আমি সুখেই আছি।’
১০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন