বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:০১:০৯

বিপাশার বডিতে সেন্সর বোর্ডের কাঁচি!

বিপাশার বডিতে সেন্সর বোর্ডের কাঁচি!

বিনোদন ডেস্ক : সাহসী পোশাকে বড় পর্দায় দেখেছেন দর্শকরা।  সমালোচনাও কম হয়নি তার।  কিন্তু এর আগে সেন্সর বোর্ডের কাঁচির সামনে পড়েননি কখনো।  এবার তার বডিতে সেন্সর বোর্ডের কাঁচি।

তিনি বাংলাদেশি নায়িকা বিপাশা কবীর।  সম্প্রতি মঈন বিশ্বাস পরিচালিত ‘বুলেট বাবু’ ছবি থেকে বাদ পড়েছে বিপাশা অভিনীত বেশ কিছু দৃশ্য।  গত বছরও বাংলাদেশে তার বেশ কিছু নাচ সমালোচিত হয়েছে।

‘ভালোবাসার রং’ ছবিতে প্রথম আইটেম নাচের সুযোগ পান বিপাশা।  এরপর ধীরে ধীরে অভিনয় শুরু করেন।  ‘গুন্ডামি’ এবং ‘ক্রাইম রোড’ নামে দু’টি ছবিতে তার অভিনয় নিয়ে আলোচনা হয় ঢালিউডে।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’ নামের একটি ছবিতে অভিনয় করার কথা ছিল বিপাশার।  কিন্তু কয়েকটি কারণে তা আর এগোয়নি।

যদিও সেন্সর বোর্ডের এ সিদ্ধান্তের পর প্রকাশ্যে মুখ খোলেননি তিনি। তবে ঘনিষ্ঠ মহলে তিনি নাকি জানিয়েছেন, চরিত্রের প্রয়োজনে সাহসী দৃশ্যে অভিনয় করতে আপত্তি নেই তার।
১০ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে