বিনোদন ডেস্ক : কিছুদিন আগে একটি সাক্ষাত্কার নিয়ে এমনিতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সানি লিওন। ওই সাক্ষাত্কারে তাকে তার অতীত জীবন নিয়ে অনেক প্রশ্ন করা হয়েছিল। সাবেক বিতর্কিত এই তারকা সাংবাদিকের সব প্রশ্নের জবাব একেবারে সহজ সরলভাবেই দিয়েছেন। ওই সাক্ষাত্কারের পরই সমগ্র বলিউডই কার্যত তার দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে।
বলিউড সুপারস্টার আমির খান তার সঙ্গে দেখা করে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন এবং তার সাথে সিনেমা করারও প্রস্তাব দিয়েছেন। জানিয়েছেন, সানির অতীত নিয়ে তার কোনো মাথাব্যাথা নেই।
সেই বিতর্কের জের কাটতে না কাটতেই ফের সংবাদের শিরোণামে সানি। একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নামী গায়িকা হার্দ কউর সানি লিওনকে প্রকাশ্য ক্যামেরার সামনে গালিগালাজ করলেন। ভিডিওতে কউরের সেই গালিগালাজ স্পষ্টই শোনা যাচ্ছে।
ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই