বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:০৮:২৩

ওবামার সঙ্গে সেলফি তুলে যে কথাটি বললেন মল্লিকা শেরাওয়াত

ওবামার সঙ্গে সেলফি তুলে যে কথাটি বললেন মল্লিকা শেরাওয়াত

বিনোদন ডেস্ক : এক নয় দু-দুবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখাকরার সৌভ্যাগ হল বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন মল্লিকা। সেখানেই ফের একবার তার দেখা হলো বারাক ওবামার সঙ্গে। শুধু দেখা নয়, প্রেসিডেন্টের সঙ্গে সেলফি তুলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন এই অভিনেত্রী।

বুধবার ওবামার সঙ্গে নিজের একটি হাসি হাসি মুখের সেলফি পোস্ট করে মল্লিকা লিখেন, ফের একবার এক এবং অনন্য ‘ক্যারিশিমাটিক’ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার সুযোগ মিলল। এটা আমার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত। তবে দ্বিতীয় সাক্ষাৎ মল্লিকার সঙ্গে ওবামার কোথায় হয়েছে, সেবিষয়ে বিস্তারিত কিছুই জানাননি অভিনেত্রী। এর আগে ২০১১ সালে লস অ্যাঞ্জেলসে এক চায়ের আসরে দেখা হয়েছিল মল্লিকা-ওবামার।

রুপোলি পর্দায় ‘মার্ডার’, ‘খোয়াইশ’-এর মতো ছবিতে যথেষ্ট সাহসী দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছে মল্লিকাকে। শেষবার তাকে পর্দায় দেখা গিয়েছিল ২০১৫ সালে ‘ডার্টি পলিটিক্স’ ছবিতে।
ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে