বিনোদন ডেস্ক : বলিউড ভাইজান সালমান খানের বয়স ৫০ পেড়িয়ে গেলেও এখনও তিনি বিয়ে সাদি কিছুই করছেন না। তবে বিয়ে নিয়ে ভাইজানের মাথা ব্যথা না থাকলেও তার ভক্ত আর নিন্দুকের ঘুম হারাম। তাদের প্রশ্ন একটাই, কবে বিয়ে করবেন সালমান?
তবে ভাইজান জানিয়েছেন, তিনি বিয়ে না করলেও তার চার পাঁচটি সন্তান চাই-ই চাই। ব্যস, ভাইজানের এমন কথায় আরও একবার চমকে উঠেছে বলিউড। চলছে এ নিয়ে জল্পনা।
সম্প্রতি পুনেতে একটি কলেজের অনুষ্ঠানে গিয়ে গল্পের ছলে নিজের এই গোপন ইচ্ছের কথা পড়ুয়াদের সঙ্গে শেয়ার করেছেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার সালমান খান।
ওই অনুষ্ঠানে সালমানকে বিয়ের বিষয়ে প্রশ্ন করা হয়। তার বান্ধবী লুলিয়া ভান্তুরকে নিয়েও কৌতূহলী ছিলেন দর্শকরা। কিন্তু সে সব প্রশ্নের উত্তর লাজুক হেসে এড়িয়ে যান সালমান। তবে হাসতে হাসতে সটান বলে দেন, ‘বিয়ে না হলেও অন্তত চার পাঁচটে সন্তান আমার চাই।’
১১ ফেব্রুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন