বিনোদন ডেস্ক : সংগীতাঙ্গনে অত্যন্ত জনপ্রিয় একজন তাহসান। যার গায়কির সাথে ভক্তদের কেমেস্ট্রিটা এক কথায় চমৎকার। আরেকজন ইমরান। তিনিও সংগীতাঙ্গনের একজন জনপ্রিয় শিল্পী।
এবার এই দুইজন মিলে বিশ্ব ভালোবাসা দিবসে নিয়ে আসলেন ‘মন কারিগর’ শিরোনামের একটি দ্বৈত অ্যালবাম। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এটি বাজারে আনছে সিডি চয়েস।
তাহসান জানান, ‘গান গাওয়া এবং সুর-সংগীত, দুই দিক থেকেই ইমরান এখন আলোচিত। আমি নিজেও এ কাজটি করে থাকি। তবে তার কাজে অন্যরকম ভালো লাগা ছিল।'
তবে ইমরান বলেন, ‘তাহসান ভাই আমার প্রিয় গায়কদের একজন। তার সঙ্গে কাজ করার অনুভূতিটাও দারুণ। তার গায়কি প্রধান্য দিয়ে আমার ধরনটাও উপস্থাপন করেছি।'
এতে ৩টি করে মোট ৬টি গানে কণ্ঠ দিয়েছেন তারা। সব গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। আর সুর ও সংগীতে আছেন ইমরান।
১১ ফেব্রুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন