বিনোদন ডেস্ক : এখনও পাঠানো হয়নি সেন্সর বোর্ডের কাছে। অথচ এর আগেই সোনম কাপুর অভিনীত ‘নীরাজ’ ছবিটে পাকিস্তানে প্রদর্শন নিষিদ্ধ করা হল!
পাকিস্তানের দাবী, তিরিশ বছর আগেকার বিমান ছিনতাইয়ের সত্যি ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিতে পাকিস্তানকে নেতিবাচক ভাবে দেখানো হয়েছে। ১৯ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির।
এ উপলক্ষে বিভিন্ন পাক সংবাদপত্রে বিজ্ঞাপনও বেরোতে শুরু করেছিল। কিন্তু তথ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের আপত্তিতে এই ছবি মুক্তির আগেই নিষিদ্ধ করা হয়েছে।
উল্লেখ্য, করাচি বিমানবন্দরে ১৯৮৬ সালে প্যান অ্যাম ফ্লাইট ৭৩ ছিনতাই করে জঙ্গিরা। মুাম্বই থেকে নিউ ইয়র্কগামী ওই বিমানে যাত্রীদের বাঁচানোর চেষ্টা করতে গিয়ে ‘নীরজা’ ভানোত নামে এক বিমানসেবিকা প্রাণ হারান জঙ্গিদের হাতে। ওই বিমানসেবিকার ভূমিকাতেই দেখা যাবে সোনম কাপুরকে।
১১ ফেব্রুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন