বিনোদন ডেস্ক : ঢাকায় আসছেন কারিনা কাপুর। এ নিয়ে এদেশে তার ভক্ত অনুরাগিদের মধ্যে উৎসাহের কমতি নেই। কাছ থেকে প্রিয় তারকাকে দেখার জন্য মুখিয়ে আছে ভক্তরা। ‘ক্লিন ঢাকা কনসার্ট উইথ বলিউড কুইন অ্যান্ড এ জে’অনুষ্ঠানে তিনি পারফর্ম করবেন।
এদিকে কাল শুক্রবার সকালেই ঢাকায় এসে পৌঁছাবেন বলিউডের নবাব পরিবারের বেগম কারিনা কাপুর খান। আর তার সাথে আসছেন ৫৯ জনের একটি দল। জেট এয়ারওয়েজের একটি বিমানে করে মুম্বাই থেকে ঢাকা আসবেন এই বেগম।
এ প্রসঙ্গে আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের প্রধান নির্বাহী স্বপন চৌধুরী বলেন, ‘ঢাকায় এসে কারিনা কাপুর উঠবেন একটি পাঁচতারকা হোটেলে। বিমানবন্দর থেকে সরাসরি সেখানে চলে যাবেন তিনি। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে দলবলসহ হাজির হবেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। জনপ্রিয় সব গানের তালে ঢাকার দর্শকদের মাতিয়ে রাখবেন। অনুষ্ঠান শেষে পরদিন দুপুরের ফ্লাইটে মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন কারিনা।’
এই অনুষ্ঠানে বলিউডের কারিনা কাপুর ছাড়াও থাকবেন কণিকা কাপুর ও জাবেদ আলী। এই পরিবেশনায় অংশ নেবেন বাংলাদেশি নায়ক অনন্ত জলিলও।
১১ ফেব্রুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন