বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:৫২:১৩

ক্যাটরিনার জন্য গাইলেন আদিত্য

ক্যাটরিনার জন্য গাইলেন আদিত্য

বিনোদন ডেস্ক : ক্যাটরিনা কাইফকে নিয়ে জল্পনার শেষ নেই বলিউডে। রণবীরের সাথে বিচ্ছেদের পর কেউ বলছেন তিনি তার প্রাক্তন প্রেমিক সালমান খানের কাছেই ফিরে যাচ্ছেন।

এদিকে সম্প্রতি প্রোপোজ ডেতে ক্যাটরিনাকে এক ট্রাকভর্তি গোলাপ দিয়ে ভালোবাসার কথা বলেছেন আদিত্য রয় কাপুর। অার তাই এ নিয়েও শুরু হয়েছে নানা গুঞ্জন। অনেকেই বলছেন, তাহলে ক্যাট সুন্দরী কি করতে চলেছেন?

এর আগে ক্যাটরিনার মা সুসানা ফোন করেছিলেন রণবীরের মায়ের কাছে। রণবীরের মা বলেছেন ছেলের মতামত ছাড়া তিনি কিছুই বলতে পারবেন না। এমনটাতে বুঝাই যাচ্ছে, রণবীর আর ক্যাটের সম্পর্ক জোড়া লাগানোর উদ্দেশ্যেই ক্যাটের মা ফোন করেছিলেন।

এরমধ্যে আবার সম্প্রতিই ক্যাটরিনা দাবী করেছেন রণবীরের সাথে তার কোন সম্পর্কই ছিল না, সুতরাং ব্রেকআপ হওয়ার প্রশ্নই উঠে না! তার এমন মন্তব্যেও দারুণ আলোচনার সৃষ্টি হয়েছে।

এদিকে সম্প্রতি আদিত্য রয় কাপুর ক্যাট সুন্দরীর জন্য গান গাইলেন নিজের সুরে! যা নিয়ে এখন বেশ চর্চা হচ্ছে বলিউডে। জানা গেছে,

আশিকি-২ সিনেমার ‘সুন রাহা হ্যায় না তো’ গানটি  নিজের মুক্তি প্রতীক্ষিত ছবি ‘ফিতুর’-এরজন্য প্রমোশনে ব্যবহার করলেন আদিত্য রায়। নিজের সুরে গেয়ে ‘ফিতুর’-এর নায়িকা ক্যাটরিনা কাইফকে গেয়ে শোনালেন তিনি। আর এই মুহূর্তটা ভিডিওতে ছেড়েছে ইউটিভি মোশন পিকচার্স।

এ ঘটনার পর থেকে এখন বলিউডে একটাই প্রশ্ন, তাহলে কি ক্যাট সুন্দরী এবার আদিত্য রয় কাপুরে মজেছেন?
১১ ফেব্রুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে