বিনোদন ডেস্ক : ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদকে এবার অন্ধ ফকিরের সুন্দরী বউয়ের ভূমিকায় একটি টেলিছবিতে দেখা যাবে। নাম ঠিক না হওয়া এই টেলিছবিটির কাজ সম্প্রতি শেষ হয়েছে।
এই টেলিছবিটি পরিচালনা করেছেন তাসলিমা মুক্তা। আর এটি রচনা করেছেন ইউসূফ আলী খোকন। টেলিছবিটি খুব শিগগিরই কোন একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে জানা গেছে।
জানা গেছে, মৌসুমী হামিদের বিপরীতে এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সজল। টেলিছবিটির গল্পে দেখানো হয়েছে এক ভিক্ষুক দম্পতির প্রেম, লোভ ও প্রায়শ্চিত্য।
গল্পে দেখা যাবে সজল একজন অন্ধ ফকির। তার স্ত্রী মৌসুমী হামিদ। তবে সজল অন্ধ হলেও তার প্রতি মৌসুমী হামিদের ভালোবাসার কোন কমতি নেই। সজলও সমানভাবে ভালোবাসেন মৌসুমী হামিদকে। তবে মৌসুমী হামিদের সৌন্দর্য কাল হয়ে দাঁড়ায়। পাড়ার লোকজন তাকে নানাভাবে বিরক্ত করা শুরু করে। এক পর্যায় মৌসুমী হামিদও লোভে পড়ে যান। তখন মৌসুমী হামিদ একজনকে বিশ্বাস করেন। কিন্তু সে লোক মৌসুমী হামিদের সাথে প্রতারণা করেন। জীবনেও নেমে আসে ভয়াবহতা। সে মনে করে এরজন্য তার সৌন্দর্যই দায়ী। তাই প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে সে তার চেহারা নষ্ট করে ফেলে। এভাবেই এগিয়ে যায় টেলিছবিটির গল্প।
১১ ফেব্রুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন