বিনোদন ডেস্ক : মেয়ে আরাধ্যাকে নিয়ে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ শুটিং-এ নিয়মিতই অংশ নিচ্ছেন বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন। সম্প্রতি তিনি এ ছবির শুটিং-এর জন্য মেহবুব স্টুডিওতে হাজির হয়েছিলেন তিনি।
এরপর শুটিং শেষ করার পর যাতে শিগগির ভ্যানিটি ভ্যান থেকে গাড়িতে ওঠা যায়, তার চেষ্টাই করছিলেন ঐশ্বরিয়া। কারণ, তার সঙ্গে যে রয়েছেন তারই আদরের ছোট্ট সোনামণি অরাধ্যা। তাই, যতটা সম্ভব পাপারাতজিদের কাছ থেকে দুরত্ব বজায় রাখতে চাইছিলেন এই বচ্চনবধূ।
কিন্তু, সামনে ঐশ্বরিয়া রাই, আর তাকে দেখে ক্যামেরার ফ্ল্যাশ বন্ধ থাকবে, সেটাও হয় না। আর তাই, ঐশ্বরিয়া এবং পাপারাতজিদের তাড়াহুড়োয় চোট লাগে ছোট্ট অরাধ্যার। আর অমনিতেই ভীষণ রকম ক্ষেপে যান ঐশ্বরিয়া।
যেমনটি জানা গিয়েছে, মেহবুব স্টুডিও থেকে শুটিং সেরে তাড়াতাড়ি গাড়িতে ওঠার চেষ্টা করছিলেন ঐশ্বরিয়া। আর তাই ভ্যানিটি ভ্যান থেকে নেমে, সাংবাদিকদের সরে যেতে বলেন তিনি। কিন্তু, ঐশ্বরিয়া এবং আরাধ্যাকে দেখে চটপট পড়তে শুরু করে ক্যামেরার ফ্ল্যাশ। আর সেই ফ্ল্যাশ থেকে বাঁচতে গাড়িতে উঠতে যান তিনি। ঠিক তখনই কোনওভাবে চোট লেগে যায় আরাধ্যার। গাড়িতে উঠেই কাঁদতে শুরু করে সে। আরাধ্যার কান্নাতেই ভীষণ রকম ক্ষুব্ধ হয়ে উঠেন ঐশ্বরিয়া রাই।
১১ ফেব্রুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন