বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৫৭:১৫

বিয়ে করতে চাই, কিন্তু মেয়ে কোথায় : সালমান খান

বিয়ে করতে চাই, কিন্তু মেয়ে কোথায় : সালমান খান

বিনোদন ডেস্ক : কবে বিয়ে করছেন সালমান খান? মিডিয়ার এমন অনবরত প্রশ্নে এবার সালমান খান দারুণ বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি মিডিয়ার সামনেই বললেন, ‘বিয়ে করতে চাই, কিন্তু মেয়ে কোথায়’?

বিয়ে নিয়ে মিডিয়ার অনবরত প্রশ্নে বিরক্ত হয়ে এ কথা কবুল করলেন খোদ ভাইজান। তার কথায়, ‘প্রথম দিকে ভাবতাম আমার বিয়ে করার বয়স হয়নি। তার পর এক সময় বিয়ের বয়স পেরিয়ে গেল। আর এখন ভাবছি বিয়ে করব। কিন্তু আমার হাতে কোনও অপশন নেই…।’

বোন অর্পিতা খানের বিয়ের পর বদলে দিয়েছে সালমানের বিয়ে সংক্রান্ত ধারণা। সম্প্রতি পুনের একটি কলেজে গিয়ে বলেছেন, ‘বিয়ে না হলেও অন্তত তিন-চারটে সন্তান আমার চাই।’ সুতরাং বোঝাই যাচ্ছে বিয়ের করার জন্য তৈরি সল্লু মিঞা।

বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার সালমান খান। ইতোমধ্যেই ৫০ পার করেছেন। এ পর্যন্ত অনেকের সাথেই শোনা গিয়েছিল তার প্রেমের গুঞ্জন। তবে শেষ পর্যন্ত কারো সাথেই তিনি গাটছাড় বাঁধতে পারেন নি। এবার রোমানিয়ার মডেল লুলিয়া ভান্তুরকে নিয়ে রয়েছে গুঞ্জন। তবে কেউ কেউ বলছেন, ক্যাটরিনার সঙ্গেই সংসার করতে পারেন ভাইজান। তবে শেষতক কি হবে? সে উত্তরের জন্য এখন অপেক্ষা করতেই হবে।
১১ ফেব্রুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে