বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৫২:২৮

রণবীর সম্পর্কে মুখ খুলতে নারাজ ক্যাটরিনা

রণবীর সম্পর্কে মুখ খুলতে নারাজ ক্যাটরিনা

বিনোদন ডেস্ক : মিডিয়ার মুখোমুখি যতবারই হচ্ছেন ক্যাটরিনা, ততবারই রণবীর সম্পর্কে নানা প্রশ্ন করা হচ্ছে তাকে। এতে ভীষণ বিরক্তও তিনি। তিনি রণবীর আর তার সম্পর্কে কোন মন্তব্য করতে রাজি নন।

সম্প্রতি ক্যাটরিনা সাংবাদিকদের স্পষ্ট করেই বলে দিয়েছন, ‘আমি আমার ব্যক্তিগত সম্পর্ক সম্বন্ধে কিছু বলতে চাই না। কাজ এবং ব্যক্তিগত জীবন আমি আলাদাভাবে মেনটেন করি’।

রণবীর কাপুরের সাথে সম্পর্ক এবং সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে বর্তমানে মিডিয়ার প্রধান সংবাদের খোরাক হয়েছেন ক্যাটরিনা। তাদের বিচ্ছেদ, সম্পর্ক এবং এক সাথে থাকা নিয়ে নানা প্রশ্ন করা হলেও এ ব্যাপারে তিনি কিছুই বলছেন না।

এর আগে একবার ক্যাট বলেছিলেন, রণবীরের সাথে তার কোন সম্পর্ক নেই। তাই বিচ্ছেদ হওয়ারও কোন প্রশ্ন উঠে না। অন্যদিকে রণবীর কাপুরও ক্যাটরিনার পথ ধরেই আছেন। তিনিও মিডিয়ার সামনে কোন কিছু বলতে নারাজ। তাই তাদের সম্পর্ক এবং বিচ্ছেদ, এসব কিছু নিয়ে জল্পনার কোন কমতি নেই বলিউডে।
১১ ফেব্রুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে