বিনোদন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের মেগনা ফক্স, বলিউডের কৃষখ্যাত অভিনেতা হৃত্বিক রোশন আর এবার ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম হলেন বিশ্বখ্যাত ‘এসার’ ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
১১ ফেব্রুয়ারি সকাল ১১টায় ঢাকার সোনারগাঁওয়ের চিত্রা হলে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ পদে নির্বাচিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, বাংলাদেশে এসারের ডিস্ট্রিবিউটর মেঘনা গ্রুপের এক্সিকিউটিভ টোকনোলজিস লিমিটেডের জেনারেল ম্যানেজার সালমান আলী খান এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ। চুক্তি স্বাক্ষরের পর উপহার হিসেবে মিমের হাতে একটি এসার ব্র্যান্ডের ল্যাপটপ তুলে দেয়া হয়।
মিম বলেছেন, এসার একটি বিখ্যাত ব্র্যান্ড। বিশ্বের জনপ্রিয় তরাকারা এই ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়েছেন। এটা সত্যিই আমার জন্য ভীষণ আনন্দের ও সন্মানের।’
উল্লেখ্য, বাংলাদেশে মিম ছাড়াও বিশ্বের কয়েকটি দেশে এসার-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডররা হলেন ভারতে বলিউড অভিনেতা হিৃত্বিক রোশন, যুক্তরাষ্ট্রে হলিউড অভিনেত্রী ও মডেল মেগান ফক্স, পাকিস্তানে মডেল ও অভিনেতা আদনান সিদ্দিকী, ফিলিপাইনের মডেল ও অভিনেত্রী লিজা সোবারেনো; মডেল, অভিনেত্রী ও কণ্ঠশিল্পী টনি গোনজাগা, তাইওয়ানের গালফার ইয়ানি সেং প্রমুখ।
১১ ফেব্রুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন