বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:২১:০৮

সালমানের যে কথাটি শুনে ক্ষেপে গেলেন ক্যাটরিনা

সালমানের যে কথাটি শুনে ক্ষেপে গেলেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফের দীর্ঘ ছয় বছরের প্রেমের সম্পর্ক ভেঙে গিয়েছে অনেকদিন আগেই। তবে এটি এখন বলিউড পাড়ার বাশি সংবাদ। এই সম্পর্ক ভাঙার পর থেকে ক্যাটরিনাকে বেশির ভাগ সময় সাবেক প্রেমিক সালমান খানের সঙ্গেই দেখা যাচ্ছে। এই নিয়ে বলিউড পাড়ায় যেন গুঞ্জনের শেষ নেই। তবে এটি মূল কথা নয় মূল কথা হলো সালমানের আচরণে নাকি বেজায় চটেছেন ক্যাটরিনা কাইফ।

রণবীরের সাথে সম্পর্ক ভাঙার পর থেকে সালমানের সাথে মেশার কারণে সালমান হয়তো চাইতেন ক্যারিনা যাতে রণবীরের দুঃখ ভুলে থাকতে পারে তাই নানা সময়ে তার অনেক প্রশংসা করে উৎসাহ দিতেন। কিন্তু উৎসাহের কারণে ক্যারিনা যে এমন ভাবে মনে কষ্ট পাবেন এমটি সালমান হয়তো ভাবতেই পারেন নি। অতিরিক্ত প্রশংসা করতে গিয়ে সাবেক এই প্রেমিকাকে নাকি রীতিমতো কষ্ট দিয়ে ফেলে দিয়েছেন সালমান খান।

সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়েছেন সালমান খান। আর সেখানেই তিনি ক্যাটরিনার প্রশংসা করে কলেন, 'ক্যাটরিনা আমার জীবনে দেখা সবচেয়ে পরিশ্রমী এক নারী। সে একজন দিনমজুরের মতো পরিশ্রম করেতে পারে। বলিউডে তার যাত্রার শুরু থেকেই আমি তার সাথে ছিলাম এবং আজও আছি। সে অনেক কষ্ট করেই বলিউডে আজকের অবস্থান তৈরি করেছেন। আমি তাকে হাজারো সালাম জানাই।'

সাবেক প্রেমিক এবং ‘ভালো বন্ধু’ সালমানের মুখ থেকে এমন কথা শোনে ক্যাটরিনা যেন নিজেকেই বিশ্বাস করতে পারলেন না। সালমান তাকে ‘দিনমজুর' বলেছে! এমন কথা শোনে ক্যাটরিনা যেন আকাশ থেকে পড়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ খবর জানা যায়, বিষয়টি ক্যাটরিনা শোনার পর এক মুহূর্তের জন্য হাঁ হয়ে দাঁড়িয়ে ছিলেন। এমনকি তার চেহারার রঙও নাকি পাল্টে গিয়ে ছিল।

তবে এর কিছুক্ষণের মধ্যেই নিজেকে সামলে নেন এই অভিনেত্রী এরপর বলেন, 'যদি আমার সহশিল্পী মনে করেন আমি পরিশ্রমী, তাহলে এটা ভালো কথা। চলচ্চিত্রে কাজ করতে গিয়ে আমাদের অনেক চড়াই-উতরাই পার হতে হয়। জীবনের অনেকটা সময়, শ্রম এবং অর্থ আমরা এখানে ব্যয় করি। যতটা সম্ভব নিজের সেরাটাই দেয়ার চেষ্টা করি, আর বাকিটা সৃষ্টিকর্তার হাতে।'

সাবেক প্রেমিকা ক্যাটকে নিয়ে উদ্ভট মন্তব্য করে এর আগেও আলোচনায় এসেছেন সালমান। এমনকি ক্যাটের কাছে বকুনিও খেয়েছেন। এরপরও ক্যাটকে নিয়ে দুষ্টুমি করার সুযোগ বরাবরই হাত চাড়া করতে একেবারে রাজি নন এই অভিনেতা।
১১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে