বিনোদন ডেস্ক : নানা জল্পনা-কল্পনার পর অবশেষে স্থগিত হয়ে গেল কারিনা কাপুর ও অনন্ত জলিলের ‘ক্লিন ঢাকা কনসার্ট’। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের অনুরোধে কনসার্টটি স্থগিত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
পরে এ অনুষ্ঠানের তারিখ জানিয়ে দেয়া হবে। বৃহস্পতিবার বিকেলে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপির উপকমিশনার (ডিসি)-মিডিয়া মারুফ হোসেন সরদার জানান, অন্তর শোবিজের সমন্বয়হীনতা ও সার্বিক বিষয়ে প্রস্তুতির ত্রুটি থাকায় কনসার্টটি স্থগিত করা হয়েছে।
কারিনা ও দর্শকদের নিরাপত্তার জন্যই কনসার্টটি স্থগিত করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির স্ট্র্যটেজি হেড আনন্দ চৌধুরী।
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুরের আগামীকাল শুক্রবার সকালে ঢাকায় আসার কথা ছিল। জেট এয়ারওয়েজের একটি বিমানে করে মুম্বাই থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়ার কথা ছিল। তার সাথে ৫৯ জনের একটি দল থাকার কথা ছিল। কিন্তু স্থগিত করা হয়েছে কনসার্ট।
১১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম