বিনোদন ডেস্ক : কুস্তির প্রশিক্ষন নিচ্ছেন আনুশকা শর্মা! সবার মনে প্রশ্ন জাগতে পারে হঠাৎ কেন কুস্তির প্রশিক্ষণ নিচ্ছেন তিনি? বিরাট কোহলির সাথে সম্পর্ক ভাঙার পর থেকে আনুশকা একেবারের একা হয়ে গিয়েছেন। আর তা ভুলে থাকতেই কি নিজের উপর একটু বাড়তি চাপ নিতে যাচ্ছেন এই অভিনেত্রী? নাকি তার প্রতিশোধ নিতেই এই প্রশিক্ষণ! না, আসলে বিষয়টি তা নয়। বলিউড হিরো সালমান খানের ‘সুলতান’-এর বেগম হচ্ছেন আনুশকা! আর তাই সুলতান যদি পালোয়ান হয়ে থাকেন, তবে বেগম কেও তো তার কিছু জানতে হবে তাই না?
‘সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারব না।’ এমন কথাই জানালেন সালমান খান। এসব কি বলছেন সালমান? আনুশকা এমনই প্রশিক্ষণ নিচ্ছেন তা দেখে সালমান খান ভয়ে বলেই ফেললেন, সত্যি তুমি অনেক পরিশ্রম করছ। আমার মনে হচ্ছে তোমার সাথে আমি কুস্তিতে পারবো না!
‘সুলতান’ ছবিতে অভিনয়ের সুবাদে সালমান একেবারে একজন পাকা কুস্তিগীর হয়ে উঠেছেন। কুস্তির আখড়ায় গিয়ে কিল-চড়-লাথি-ঘুষি যেন ফ্রিতেই খাচ্ছেন। কিন্তু অন্যদিকেও প্রস্তুতি থেমে নেই ছবির নায়িকা অানুশকা শর্মা ‘সুলতানা’ হওয়ার জন্য দেদার ঘাম ঝরাতে শুরু করেছেন কুস্তির দঙ্গলে।
যশরাজ ফিল্মস-এর ছবি ‘সুলতান’-এ অানুশকার ভূমিকা রেস্টলার-এর। এই ভূমিকায় অবতীর্ণ হওযার জন্য তাকে এক কঠোর ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। দিল্লি থেকে একটি রেস্টলার টিমকে এই কাজের জন্য নিয়ে আসা হয়েছে। এই দল অানুশকাকে ৬ সপ্তাহের ট্রেনিং দেবে। প্রতিদিন ৪ ঘণ্টা সময় এই ট্রেনিংযের জন্য বরাদ্দ রাখতে হয়েছে।
১১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই