বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৫৮:৫০

টলিউডের দুই লাভগুরুর ভ্যালেন্টাইনস ডের উপহার

টলিউডের দুই লাভগুরুর ভ্যালেন্টাইনস ডের উপহার

বিনোদন ডেস্ক : ভ্যালেন্টাইনস ডে-তে থাকচে নতুন চমক! আগামিকাল কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে পরিচালক রবি কিনাগীর রোমান্টিক ছবি ‘কি করে তোকে বলব’। তার আগে কলকাতার একটি শপিংমলে ছবির পুরো টিমসহ মলের উপস্থিত দশকদের নিয়ে মিউজিকাল সফর করালেন।

শেষমুহূর্তের প্রচারে ব্যস্ত ‘কি করে তোকে বলব’-র টিম। রবি কিনাগি পরিচালিত এই ছবির মাধ্যমেই আসছেন ভ্যালেন্টাইনস ডে-তে টলিউডের নতুন দুজন লভগুরু। অঙ্কুশ এবং মিমি টলিউডের এই ফ্রেশ জুটি নিজেদের নতুন ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত দুজনই। হবে নাই বা কেন, মিমির জন্মদিনের একদিন পরে,আর অঙ্কুশের জন্মদিনের ঠিক দুদিন আগে এই শুক্রবার মুক্তি তাদের এই ছবি।

আর এই ট্যালেন্টেড জুটিকে নিয়ে কাজ করে খুশি পরিচালকও। জিত্‍ গাঙ্গুলির গাওয়া গানের নামেই তৈরি এই ছবি। সুরকারও জিত্‍। জিতের গানের ম্যাজিকাল টাচ এই ছবির উপরিপাওনা বলা যায়।
১১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে