বিনোদন ডেস্ক : দুজনের মধ্যে প্রেমের সম্পর্কের ভাঙনের পর থেকে আর কোনো ছবিতেই দেখা যায়নি এই জুটিকে। তিন বছর পর প্রায় হঠাই ধমকেতু ছবিতে এক সাথ হলেন হালের এই জনপ্রিয় জুটি দেব-শুভশ্রী। ছবিটির শুটিংয়ের শেষ দিনের একটি ছবি ট্যুইট করলেন শুভশ্রী। সিমলায় চলছিল রানা সরকার ও দেব প্রযোজিত কৌশিক গাঙ্গুলির পরিচালনায় ছবি ধুমকেতুর শুটিং সেট থেকে। প্রচন্ড ঠান্ডায় কৌশিক গাঙ্গুলি অসুস্থ হয়ে পরায় শুটিং বন্ধ ছিল। তবে আপাতত সুস্থভাবেই শেষ হল ছবির শুটিং।
দেবের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের পর শুভশ্রী ঠিকই করে ফেলেছিলেন যে তার সঙ্গে আর ছবি করবেন না। তাই খোকা ৪২০ ছবিতে অভিনয়ের পর থেকে তাদের আর একসঙ্গে দেখাও যায়নি কোনো ছবিতে। তার প্রায় ৩ বছর পর আবার তাদের একসঙ্গে পর্দায় দেখা যেতে চলেছে। এই খবরে উচ্ছ্বসিত পুরো টলিউড পাড়া। এমনকি তাদের অনুরাগীরা এও মনে করছেন যে, এর মাধ্যমে আবার হয়তো দেব শুভশ্রী কাছাকাছি আসতে পারেন।
১১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই