বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৫৬:২৬

মুসলমানদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে বেকায়দায় 'নীরজা'

মুসলমানদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে বেকায়দায় 'নীরজা'

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সোনম কাপুর অভিনীত 'নীরজা' ছবিটিকে পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে। রাম মাধবনি নির্দেশিত এই ছবিতে পাকিস্তান এবং মুসলমদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে৷ তাই প্রথমে এই ছবিকে 'নো অবজেকশন সার্টিফিকেট' দিলেও পরে এই অভিযোগের ভিত্তিতে তা প্রত্যাহার করে নিল পাক মন্ত্রক৷ এর আগে 'হায়দার', 'ফ্যাণ্টম', 'এক থা টাইগার'-এর মতো বলিউড ছবি নিষিদ্ধ হয়েছে পাকিস্তানে৷ সেই তালিকায় এবার যুক্ত হল অভিনেত্রী সোনম কাপুর অভিনীত এই ছবিও৷

১৯৮৬ সালের ৫ সেপ্টেম্বর৷ করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরের টারম্যাকে দাঁড়িয়ে ছিল প্যান এম ফ্লাইট ৭৩৷ হঠাৎই বিমানে ঢুকে পড়ে চার সশস্ত্র জঙ্গি৷ মার্কিনিদের হত্যা করাই ছিল তাদের লক্ষ৷ কিন্তু তাদের উদ্দেশ্য সফল হতে দেননি ২২ বছরের এক ভারতীয় তরুণী৷ নাম নীরজা ভানোট৷ নীরজা ছিল ওই বিমানের ফ্লাইট পারসার৷ নিজের জীবনের ঝুঁকি নিয়ে বিমানের ৩৪০ জন যাত্রীকে জঙ্গিদের গুলি-গ্রেনেডের হাত থেকে বাঁচিয়েছিলেন তিনি৷ কিন্তু নিজেকে বাঁচাতে ব্যর্থ হন৷ সেই কাহিনী নিয়েই এবার বলিউডে তুলে ধরা হয়েছে 'নীরজা' ছবিতে৷

পাকিস্তানে এই ছবির মুক্তির বিষয়ে প্রাথমিকভাবে সবুজ সঙ্কেত দিয়েছিল সেদেশের তথ্য ও বাণিজ্য মন্ত্রনালয়৷ 'এনওসি' সঙ্কেতও মিলেছিল৷ কিন্তু এর পরই হঠাত্‍ সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় মন্ত্রনালয়৷ মন্ত্রনালয়ের এক কর্মকর্তার বক্তব্য, ছবির কিছু দৃশ্য আপত্তিকর, যেখানে শুধু পাকিস্তানের নয়, মুসলিমদেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে৷ পাকিস্তান-বিরোধী এই সব দৃশ্য প্রদর্শিত হলে, তা স্থানীয়দের রোষের মুখে পড়তে পারে৷ ভারতে এই ছবির মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ১৯ ফেব্রুয়ারি৷
১১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে