বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:১৫:৩৭

বিদেশের মাটিতেও টালিউড ছবি কেন এত জনপ্রিয়?

বিদেশের মাটিতেও টালিউড ছবি কেন এত জনপ্রিয়?

বিনোদন ডেস্ক : ভারতের পাশাপাশি কলকাতার বাংলা ছবি বিদেশের মাতিটিতেও রমরমা বাজার তৈরি করে নিয়েছে। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে মাদৃত হওয়ার পর এবার টরন্টো সাউথ এশিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবেও স্থান করে নিয়েছে টালিউডের চারটি ছবি।

একসঙ্গে চারটি বাংলা ছবি টরন্টো সাউথ এশিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবে স্থান পাওয়া উৎসাহিত টালিউড পাড়া। চারটি ছবি হলো বেলাশেষে, হর হর ব্যোমকেশ, বং কানেকশন আর শর্টফিল্ম জয়ী। ছবিগুলো নির্বাচিত হয়েছে এই বছরের ইন্টার ন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ সাউথ এশিয়া, টরেন্টোতে।

কলকাতায় ২২৫ দিন ধরে রমরমিয়ে চলা বেলাশেষের মুকুটে যুক্ত হতে পারে আরও একটি পালক। স্বাভাবিকভাবে খুশি পরিচালকদ্বয় শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। একইসঙ্গে এই ফেস্টিভ্যালে নির্বাচিত তাদের পরিচালিত শর্টফিল্ম জয়ী। তবে কেন টালিউড সিনেমার এতো কদর কলকাতার পাশাপাশি বিদেশের মাটিতে?

২০১৫-র সবচেয়ে বেশি ব্যবসা করা ছবির মধ্যে অরিন্দম শীলের হর হর ব্যোমকেশও রয়েছে টরেন্টোর এই উত্‍সবে নির্বাচনের তালিকায়। আর রয়েছে এই বছরই দশ বছর পূর্ণ করা অঞ্জন দত্তর বং কানেকশন। ১৯ মে থেকে ২৩ মে পর্যন্ত চলবে এই উত্‍সব। অনুষ্ঠিত হবে কানাডার ওন্টারিও তে।
১১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে