শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৪৮:১৪

এরাই আমার তিন সুন্দরী : অমিতাভ বচ্চন

এরাই আমার তিন সুন্দরী : অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক : পুত্রবধূ ঐশ্বর্য, নাতনি আরাধ্যা এবং মেয়ে শ্বেতাকে একটি ব্লগ লিখলেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। মালদ্বীপে গোটা পরিবারের সঙ্গে অভিষেক বচ্চনের জন্মদিন কাটিয়ে সদ্য ফিরেছেন তিনি। ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন নতুন ছবি ‘তিন’–এর শুটিংয়ে।

‘তিন’–এর কাজ করতে করতেই লিখে ফেললেন তার জীবনের তিন সুন্দরীকে নিয়ে। মালদ্বীপের সৈকতে তোলা ঐশ্বর্য, আরাধ্যা এবং শ্বেতার একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘অর্কিড সমস্ত ফুলের থেকে আলাদা। দামি, কিন্তু দাম দিলেও সহজে পাওয়া যায় না। এরাই আমার তিন সুন্দরী।’ সঙ্গে আরও লেখেন, প্রত্যেক নারীই একটু আলাদা। তারা সাধারণ নয়, ‘বিশেষ’।

১২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে