বিনোদন ডেস্ক : তিনি মূলত একটি জনপ্রিয় ডেইলি সোপের পরিচিত মুখ। মানুষ তার সম্পর্কে আরও পরিচিত হয়েছে বিগ বস-এ যোগ দেওয়ার পর। এ বার সালমানের সঙ্গে নাম জড়িয়ে বি-টাউনের খবরে উঠে এল তার নাম। তিনি দিগঙ্গনা সূর্যবংশী।
এই অষ্টাদশী অভিনেত্রীকে না কি এখন গ্রুম করছেন স্বয়ং সালমান! শোনা যাচ্ছে, দিগঙ্গনা নাকি তার লম্বা চুল ১৯ ইঞ্চি কেটে ফেলেছেন সালমানের পরামর্শে। শুধু তাই নয়, নিজের ‘লুক’ বদলাতে নাকি সালমানের নানা টিপস্ মেনে চলছেন তিনি। তাকে জনপ্রিয় ডেইলি সোপে যারা দেখে অভ্যস্ত তাদের এ বার তাক লাগিয়ে দিতে পারে দিগঙ্গনার এই মেকওভার।
তার মেকওভারে ‘সালমান স্যার’-এর পরামর্শের কথা সম্প্রতি মিডিয়ার সামনে তিনি নিজেই বলেছেন তিনি। দিগঙ্গনা বলেন, “শো চলাকালীন (বিগ বস) সালমান স্যার আমাকে আমার চুল কেটে ফেলার কথা বলেন। প্রথমে এটাকে আমি ঠাট্টাই ভেবেছিলাম। কিন্তু তারপর তিনি বলেন যে এটা করলে বদলে যেতে পারে আমার লুক, আমার দুনিয়া, আমার কেরিয়ার। সবাই আমার নতুন হেয়ার স্টাইলে মুগ্ধ। আমি সালমান স্যারের কাছে কৃতজ্ঞ।”
নতুন হেয়ার স্টাইলে মেকওভারের পর দিগঙ্গনা সত্যিই অনেক পাল্টে গিয়েছেন। আর তার এই মেকওভারে সালমানের টিপস্ নিয়ে শুরু হয়েছে জল্পনা। তা হলে কী সালমানের পরবর্তী ছবিতে বড় জায়গা পেতে চলেছেন এই অষ্টাদশী অভিনেত্রী?
কারণ, এর আগে এমন অনেককেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে বড় ব্রেক দিয়েছেন সল্লু মিঁয়া। এ বার হয়তো ডেইলি সোপের ছোট পর্দা থেকে বলিউডের বড় পর্দায় দেখা যাবে দিগঙ্গনাকে। যার সৌজন্যে থাকবেন সালমান খান!
১২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস