বিনোদন ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রিয়াজ। ছোট ও বড় পর্দার জনপ্রিয় এই অভিনেতার অভিনীত চলচ্চিত্র ‘সুইটহার্ট’ সম্প্রতি মুক্তি পেয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন।
সিনেমাটি সম্পর্কে রিয়াজ বলেন, 'সুইটহার্ট' চলচ্চিত্রের গল্প ভালো লেগেছে। তাই এতে অতিথি চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছি। ছবিতে আমাকে দেখা যাবে রিচার্ড নামের এক যুবকের ভুমিকায়। এতে আরও অভিনয় করেছেন বাপ্পী ও মিম। এবারই প্রথম তাদের সঙ্গে অভিনয় করলাম। এই ছবির গল্পটা ত্রিমুখী প্রেমের। ইতিমধ্যে ছবিটি অনেকে দেখে বেশ ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।
সিনেমাটি সম্পর্কে পরিচালক ওয়াজেদ সুমন বলেন, ‘সুইটহার্ট’ সিনেমাটি সত্যিই অন্যরকম। রোমান্টিক সিনেমা হিসেবে আশা করছি দর্শক সিনেমাটিকে খুব ভালোভাবেই নিবে।
১২ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম