শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:১৫:১৫

ভালোবাসা দিবসে এক হচ্ছেন রণবীর ও ক্যাটরিনা

ভালোবাসা দিবসে এক হচ্ছেন রণবীর ও ক্যাটরিনা

বিনোদন ডেস্ক : শেষ হয়েও যে শেষ হচ্ছে না রণবীর ক্যাটরিনার সম্পর্ক। কোন না কোনভাবে তারা এক হচ্ছেন কখনও কখনও। এই তো সম্প্রতি একটি কার ব্রান্ডের প্রচারেও এক হয়েছিলেন এই যুগল।

এছাড়া তাদের আগামী ছবি ‌‘জাগ্গা জাসুস’-এর জন্যও তাদের এক হতে হচ্ছে। এবার শোনা যাচ্ছে বিশ্ব ভালোবাসা দিবসেও নাকি তারা এক হচ্ছেন। শোনা যাচ্ছে এ দিনটিতে নাকি তারা এক সাথেই সময় কাটাবেন।

বর্তমানে এই খবর চাউর হওয়ার পর থেকে ফের শুরু হয়েছে তাদের নিয়ে আলোচনা। আর হবে নজা কেন, তারা রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ বলে কথা। ব্রেকআপের পর প্যাচআপ যদি হয়, তাহলে তো অবশ্যই সেটা মানুষের মুখে মুখে ঘুরবে।

একটু অবাক হচ্ছেন তো রণবীর, ক্যাটরিনার প্যাচআপের খবর শুনে? ভাবছেন তো ক্যাটরিনা যেখানে বলেছেন, জীবনে ভালবাসাকে বেশি গুরুত্ব দিয়ে ভুল করে ফেলেছেন তিনি, সেখানে কী করে এত তাড়াতাড়ি ফের দু’জনের ভাব হতে পারে?

শোনা যাচ্ছে, ভ্যালেনটাইনস ডে-তে রণবীর, ক্যাটরিনা একসঙ্গে সময় কাটাবেন ঠিকই, কিন্তু, সেটা পরবর্তী সিনেমা ‘জগ্গা জাসুসে’র জন্য। অর্থাত, ‘জগ্গা জাসুসে’র শুটিংয়ের জন্যই তামাশা-র নায়ক এবং ফিতুরের নায়িকাকে ফের একসঙ্গে দেখা যেতে পারে। কাজের জন্যই তাদের দেখা যাবে একসঙ্গে।

সূত্র বলছে, অনুরাগ বসুর ওই সিনেমার জন্য শিগগির মরক্কোয় পাড়ি দেবেন ক্যাটরিনা এবং রণবীর। এতদিন পর্যন্ত ‘জগ্গা জাসুসে’র শুটিং মুম্বাইতেই হয়েছে। কিন্তু, এবার ওই সিনেমার শুটিংয়ের জন্যই বিদেশে পাড়ি দিতে হবে রণবীর এবং ক্যাটরিনাকে।

তবে, ভ্যালেনটাইনস ডে-র দিন মুম্বাইতে শুটিং সারার পর, তবেই টিম ‘জগ্গা জাসুস’ পাড়ি দেবে মরক্কোয়। তাহলে, প্যাচআপ না হলেও, ‘জগ্গা জাসুসে’র জন্য ফের আর একবার কাছাকাছি আসছেন রণবীর এবি ক্যাটরিনা।

এদিকে, তাদের ব্রেকআপের পর থেকে সালমান খানের সঙ্গে আবার বন্ধুত্ব গড়ে উঠেছে বলিউডের ‘বার্বি ডলে’র। সমালোচকরা তা নিয়ে নাক কুঁচকোলেও, সালমান এবং ক্যাটরিনা কিন্তু, বিষয়টি নিয়ে ভাবতে একেবারেই নারাজ।

আর শুধু তাই নয়, রণবীরের সঙ্গে ক্যাটরিনার ব্রেকআপের বিষয়টিও ‘বেশ পুরনো হয়েছে গিয়েছে’ বলেও মন্তব্য করেন সালমান খান। আর সালমান ওই কথা শুনে পালটা কিছু না বললে, ‘ভাইজান’-এর সহযোগিতা পেয়ে তিনি যে বেশ খুশি তা বুঝিয়ে দিয়েছেন ক্যাটরিনা।
১২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে