শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:২২:৫৬

আনুশকা নয়, যার সঙ্গে সময় কাটালেন কোহলি, কে সেই সুন্দরী?

আনুশকা নয়, যার সঙ্গে সময় কাটালেন কোহলি, কে সেই সুন্দরী?

বিনোদন ডেস্ক : আনুশকা শর্মার সঙ্গে ব্রেকআপ হওয়ার পর থেকে যেন একটু ‌‘অফ’-ই রয়েছেন বিরাট কোহলি। তবে আনুশকা এ বিষয়ে  ‍মুখ না খুললেও, বিরাট কিন্তু, টুকটাক কথা বলেই চলেছেন।

এমনকি, একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আনুশকাকে ‘কন্ট্রোলিং গার্লফ্রেন্ড’ বলেও মন্তব্য করেছেন বিরাট। তাতেও অবশ্য মুখ খোলেননি আনুশকা।

ব্রেকআপের পর বিরাট নাকি এবার একজন সুন্দরির সঙ্গে সময় কাটিয়েছেন। শোনা যাচ্ছে ওই সুন্দরি মহিলার সঙ্গে তিনি নাকি খুব ভালো সময় কাটিয়েছেন। বিরাটের ওই দাবির পর থেকে শুরু হয়েছে নানা গুঞ্জন।

ব্রেকআপের পর কী করে এত তাড়াতাড়ি আর এক জনের সঙ্গে প্যাচআপ করতে পারেন বিরাট? এমনকি, ওই গুঞ্জনের কিছুক্ষণের মধ্যে বিরাট আবার সেই সুন্দরি মহিলার ছবিও পোস্ট করেন।

এরপর থেকেই শুরু হয় প্রশ্ন, কে ওই মহিলা? জানা যায়, ব্রেকআপের পর এবার মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন। আর মা-কেই সুন্দরি মহিলা নামে বর্ণনা করেছেন বিরাট।

এদিকে, আনুশকা শর্মা এখন সুলতান-এর শুটিংয়ে ব্যস্ত। শাহরুখ, আমির খানের পর এবার সালমান খানের সঙ্গে সিনেমা করছেন আনুশকা। আর সালমানের সঙ্গে সিনেমা করতে পেরে বেজায় খুশি আনুশকা।

এমনকি, সুলতান-এ দেশি পালোয়ান সালমানের সঙ্গে পাল্লা দিতে আনুশকাও কুস্তিগিরের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। আর সেই ছবি প্রকাশ পেতেই ভাইরাল হয়ে যায় বিভিন্ন জায়গায়।
১২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে