বিনোদন ডেস্ক : অবৈধ নির্মাণ করার অভিযোগে প্রায় দুই লাখ রুপি জরিমানা গুণতে হয়েছে বলিউড বাদশা শাহরুখ খানকে। তার কাছ থেকে এই জরিমানা আদায় করেন বৃহনমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন।
সূত্র জানায়, শাহরুখ খান তার অভিজাত বাংলো মান্নাত-এর বাইরে বেআইনিভাবে নির্মাণ কাজ করেন। আর এ অভিযোগ এনে তার কাছ থেকে ১,৯৩,৭৮৪ রুপি জরিমানা আদায় করা হয়। এ টাকা তিনি পৌরসভাকে দিয়েছেন ওই অবৈধ স্থাপনা ভাঙার জন্য।
আরটিআই-এর সক্রিয় কর্মী অনিল গলগলি জানিয়েছেন, বেআইনি নির্মাণকার্যের অভিযোগে শাহরুখের বিরুদ্ধে সরব হয় বৃহনমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন। বান্দ্রা এইচ ওয়েস্ট ওয়ার্ডের বিএমসি-র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র জানিয়েছেন, শাহরুখ বেআইনি নির্মাণ ভাঙার জন্য ১,৯৩,৭৮৪ টাকার চেক ইস্যু করেছেন।
১২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন