বিনোদন ডেস্ক : বহুল আলোচিত ছিলো ‘ক্লিন ঢাকা কনসার্ট উইথ বলিউড কুইন অ্যান্ড এ জে’ কনসার্ট। এই কর্নসার্ট নিয়ে উত্তেজনা ছিল আকাশ ছোঁয়া। আর এই উত্তেজনায় পারদ ছড়িয়েছে বলিউডের নবাব পরিবারের পুত্রবধূ কারিনা কাপুর খান।
আজ (শুক্রবার) সকালেই ৫৯ জনের একটি দল নিয়ে ঢাকায় আসার কথা ছিল বেগম কারিনা কাপুর খানের। কিন্তু তার আর আসা হল না ঢাকাতে! স্থগিতও করা হয়েছে আলোচিত ‘ক্লিন ঢাকা কনসার্ট উইথ বলিউড কুইন অ্যান্ড এ জে’ কনসার্টও।
নিরাপত্তা জনিত কারণে কারিনা ঢাকায় আসতে চান নি বলে জানা গেছে। যার জন্য স্থগিত করা হয় কনসার্ট। তবে পরকর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হবে বলেও আয়োজক সূত্রে জানা গেছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন জানিয়েছেন, ‘কনসার্ট আপাতত স্থগিত করা হয়েছে। নতুন তারিখ আলোচনা করে পরে জানানো হবে। নিরাপত্তাজনিত কারণে কারিনা কাপুর আসছেন না।’
‘ক্লিন ঢাকা কনসার্ট উইথ বলিউড কুইন অ্যান্ড এ জে’ অনুষ্ঠানে বলিউডের কারিনা কাপুর ছাড়াও যোগ দেওয়ার কথা ছিল ভারতীয় শিল্পী কণিকা কাপুর ও জাবেদ আলীর। এই পরিবেশনায় অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশি তারকা অনন্ত জলিলেরও।
ঢাকাকে পরিচ্ছন্ন করার সামাজিক আন্দোলনের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত হয়ে এই আয়োজনের উদ্যোগ নিয়েছিল অন্তর শোবিজ। অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিল উইকএন্ড।
১২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন