বিনোদন ডেস্ক : মুক্তি প্রতীক্ষিত অভিষেক কাপুর পরিচালিত ছবি ‘ফিতুর’। এ ছবির প্রমোশন চলছে। ব্যস্ত ছবির প্রধান নায়ক-নায়িকারা এর প্রচারণায়। অবস্থা যখন এ পর্যায়, তখন ফাঁস হল নতুন এক তথ্য।
এতদিন অনেকেই জেনেছেন যে, এ ছবিতে ক্যাটরিনা কাইফ ও আদিত্য রয় কাপুর অভিনয় করেছেন। তাদের সাথে রয়েছেন টাবু। কিন্তু এবার শোনা যাচ্ছে এ ছবিতে অজয় দেবগণকেও নাকি দেখা যাবে। এ খবরটা অবশ্য একেবারেই চমকে উঠার মত।
কেন না, ছবির শুটিং শুরু থেকে শেষ পর্যন্ত কখনই অজয় দেবগণের অভিনয় করার বিষয়টা আসেনি। অথচ মুক্তির মাত্র ক’দিন আগেই এমন একটা খবর নিঃসন্দেহে সকলের জন্য চমকে যাওয়ার মতই।
জানা গেছে, ‘ফিতুর’ ছবিতে অজয় দেবগন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন। আদিত্যর সঙ্গে একটি জমজমাট দৃশ্যেও দেখা যাবে তাকে।
চালর্স ডিকেন্সের ‘গ্রেট এক্সপেকটেশন’ উপন্যাসের কাহিনীর উপর নির্ভর করে ছবিটি নির্মাণ করা হয়েছে। ছবিটিতে ক্যাটরিনা ‘এসটেলা’ ও আদিত্য ‘পিপ’ চরিত্রে অভিনয় করেছেন। আর ক্যাটরিনার মায়ের চরিত্রে অভিনয় করেছেন টাবু।
১২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন