শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:৪৫:১৫

দীপিকার টানে কানাডায় উড়ে গেলেন রণবীর

দীপিকার টানে কানাডায় উড়ে গেলেন রণবীর

বিনোদন ডেস্ক : দীপিকা পাডুকোন আছেন কানাডায় তার হলিউড ছবি ‘ট্রিপল এক্স’-এর শুটিং নিয়ে ব্যস্ত। আর তার প্রেমিক পুরুষ রণবীর সিংহ আছেন ভারতে! কিন্তু কাল বাদে পরশু বিশ্ব ভালোবাসা দিবস। অথচ তারা দু’জন দু দেশে! এ কি হয়?

না। মোটেও এমনটা হতে পারে না। তাই তো দীপিকারে কাছে ভারত থেকে কানাডায় উড়ে গেলেন রণবীর সিংহ। সেখানকার টরেন্টোতে তারা দু’জন এক সাথে ভালোবাসা দিবস উদযাপন করবেন।

বৃহস্পতিবার টরেন্টোর সেলেব্রেটি ব্লগার মি: উইল উং রণবীরের সঙ্গে সেলফি পোস্ট করেন তার ইনস্টাগ্রাম প্রোফাইলে।

সেখানে মি: উং লিখেন, বলিউডের অন্যতম অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে চমৎকার সাক্ষাৎ। তার ভালোবাসা দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘ভ্যালেন্টাইনস ডে’ উদযাপন করতে টরেন্টোতে এসেছেন। দীপিকা কানাডায় ‘জান্ডার দ্য কেইজ’ ছবির শুটিং করছেন।
১২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে