বিনোদন ডেস্ক : কলকাতার মানুষদের মধ্যে আন্তরিকতা কম। বাংলাদেশের মানুষের আন্তরিকতা তাদের চেয়ে বেশি। যৌথ প্রযোজনার ছবি প্রসঙ্গে একটি দৈনিকের সাথে অালাপকালে এ কথা বলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহি।
অনেকদিন ধরেই যৌথ প্রযোজনার ছবি নিয়ে নানা তর্ক বিতর্ক চলে আসছে। এ বিষয়ে কেউ পক্ষে বলছেন আবার কেউ বলছেন বিপক্ষে। অনেকেই যৌথ প্রযোজনার ছবিতে কাজ করছেন বেশ আগ্রহ নিয়ে। আবার কেউ একদমই আগ্রহী নন।
মাহি সর্বশেষ যৌথ প্রযোজনায় নির্মিত ‘রোমিও বনাম জুলিয়েট’ ছবিতে কাজ করেছিলেন। বিটি প্রযোজনা করে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। এ ছবিতে তার বিপরীতে ছিলেন ওপারের নায়ক অঙ্কুশ। এরপর আর মাহিকে যৌথ প্রযোজনার ছবিতে দেখা যায় নি। আগামীতে দেখা যাবে কি না, এ ব্যাপারেও নিশ্চিত করে কিছু জানান নি মাহি।
মাহি ওই দৈনিকটিকে জানান, যৌথ প্রযোজনার ছবিতে কাজ করে তেমন আনন্দ পাওয়া যায় না। কারণ, তাদের মধ্যে আন্তরিকতা কম। বাংলাদেশের মানুষের আন্তরিকতা তাদের চেয়ে অনেক বেশি। তাই দেশে কাজ করতে বেশি ভালো লাগে।
এদিকে মাহি বর্তমানে দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে কাজ করছেন। এখানে তিনি একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন। এ ছবিতে তার নায়ক আরিফিন শুভ। এছাড়া কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কৃষ্ণপক্ষ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘কৃষ্ণপক্ষ’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ।
ইমপ্রেস টেলিফিল্মের এ ছবিটি পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন। এছাড়া মাহি আসছে এপ্রিল থেকে বদিউল আলম খোকনের পরিচালনায় ‘তোর জন্য’ শিরোনামে একটি ছবিতে অভিনয় করবেন। এখানে তাকে মাদকাসক্ত মেয়ে ঐশীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
১২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন