বিনোদন ডেস্ক : দীর্ঘদিন পর আবারও পর্দা কাঁপাতে ফিরছেন ডিপজল। অগামী ১৯ ফেব্রুয়ারি এই অভিনেতার নতুন ছবি ‘অনেক দামে কেনা’ সিনেমাটি সারা দেশে মুক্তি পতে যাচ্ছে।
রাজিক হোসের রাজু পরিচালিত ‘অনেক দামে কেনা’ ছবিতে ডিপজল ছাড়াও অভিনয় করেছেন বাপ্পি, মাহি, তানহা মৌমাছি, জিয়া ভিমরুলসহ আরো অনেকে।
ছবিটরি গল্পে দেখা যাবে, একজন নিঃসঙ্গ মানুষ ডিপজল। তার কোনো সঙ্গী নেই। বাপ্পি তাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করে। একসময় বাপ্পীকে নিজের অতীত জীবনের দুঃখের কথা জানায় ডিপজল। তখন ওঠে আসে মাহির সঙ্গে ডিপজলের ভালোবাসার সর্ম্পকের কথা। এ দিকে বাপ্পিও মাহিকে পছন্দ করে। এ নিয়ে সৃষ্টি হয় দ্বন্দ্ব। এভাবেই এগিয়ে যায় সিনেমার গল্প।
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমাটির শুটিং শুরু হয় গত বছরের ২২ জুন।
১২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন