শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:৫৭:১৪

তাহলে রুমি ও কামরুন্নেসার ছেলেটি থাকবে কার কাছে?

তাহলে রুমি ও কামরুন্নেসার ছেলেটি থাকবে কার কাছে?

বিনোদন ডেস্ক : সংগীতশিল্পী আরফিন রুমির সাথে তার দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ নিয়ে চলছে পক্ষে বিপক্ষে নানা আলোচনা সমালোচনা। রুমির দ্বিতীয় স্ত্রী দাবী করছেন, রুমি নতুন সম্পর্কে জড়িয়েছে, তাই সে তালাক দিচ্ছে।

তবে রুমির দাবী, তার দ্বিতীয় স্ত্রী কামরুন্নেসা বেপরোয়া জীবন যাপন এবং তার মার সাথে অশোভন আচরণ করে থাকে বলেই তাকে তালাক দিচ্ছেন। তবে এখনও তালনামা হাতে পায়নি বলে জানিয়েছেন রুমির দ্বিতীয় স্ত্রী কামরুন্নেসা।

এদিকে গত ১০ ফেব্রুয়ারি দেশে ফিরেছেন আরফিন রুমির সাবেক স্ত্রী কামরুন্নেসা। দেশে ফিরেই তিনি কেরানীগঞ্জে অবস্থিত তার বাবার বাড়িতে উঠেছেন।

এরমধ্যে ১১ ফেব্রুয়ারি সকালে কেরানীগঞ্জে কামরুন্নেসার বাবার বাড়িতে তালাকনামাসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গেছেন রুমির মা। রুমির মা কামরুন্নেসাদের বাড়িতে তালাকনামা পৌঁছে দিয়ে এসেছে। আজ থেকে আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের কাজ সম্পূর্ণ হল।

কামরুন্নেসা তালাকনামায় স্বাক্ষর করেছেন কিনা এ প্রসঙ্গে রুমির ভাই জানিয়েছেন, ‘এটা খোলা তালাকনামা। এর মাধ্যমে স্বামী তার স্ত্রীকে যেকোন সময় তালাক দিতে পারে। এজন্য স্ত্রীর স্বাক্ষরের কোন প্রয়োজন হয়না।’

এদিকে প্রশ্ন উঠেছে, রুমি ও কামরুন্নেসার ছেলে আয়ান এখন কার কাছে থাকবে? এ প্রসঙ্গে রুমির ভাই বলেছেন, আপাতত সে তার মায়ের সঙ্গেই আছে। রুমি চেষ্টা করবে তাকে কাছে নিয়ে আসতে।
১২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে