বিনোদন ডেস্ক : গানবাজনার রেওয়াজ রয়েছে তার পরিবারে৷ যতই অভিনয়ে আসুন না কেন, সেই ঐতিহ্য থেকে পালাবেন কি করে? আর সেই কারণেই পরিণীতি চোপড়া এবার গানও গাইবেন তার ছবিতে৷ নতুন ছবির জন্য নির্মেদ চেহারা বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন ক'দিন আগেই৷ এবার সেই ছবির জন্যই প্লেব্যাক করবেন তিনি৷ 'আমি একজন গায়িকার ভূমিকায় অভিনয় করছি এই ছবিতে৷ তাই অনেকগুলো গানই গাইতে হবে৷ কিন্তু তার সঠিক সংখ্যাটা ঠিক কত, তা এখনো পাকা ভাবে জানানো হয়নি৷
এখনো পর্যন্ত তার সেই গানগুলোর মধ্যে প্রথমটির রেকর্ডিং হয়েছে৷ কয়েক ঘণ্টার মধ্যে অটো টিউনিং-এর সাহায্য ছাড়াই গানটা রেকর্ড করে ফেলেছি৷ একজন নতুন গায়িকার কাছে এটাই যথেষ্ট', বলেছেন পরিণীতি৷ তবে সিনেমায় প্রথম বার গান গাইলেও নিজে ধ্রুপদী সঙ্গীত নিয়ে গ্র্যাজুয়েশন করেছেন৷ একেবারে ছোট বয়স থেকেই গান গেয়ে আসছেন তিনি৷ দিদি প্রিয়াঙ্কা চোপড়ার মতোই অভিনয়ের পাশাপাশি গানের প্রতি আকর্ষণ ছিল তার৷
১২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই