শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৩৩:১৩

বিয়ে করছেন সালমান খান, কিন্তু কাকে?

বিয়ে করছেন সালমান খান, কিন্তু কাকে?

বিনোদন ডেস্ক : বলিউডের একমাত্র ব্যাচেলর খান সালমানের বিয়ের গুজব নিয়ে জলগোলা কম হয়নি। তবে জানা গেলাে সত্যি ঘটনাটি। বলিউডের দাবাং খান এবার কি সত্যিই বিয়ে করতে চলেছেন? সালমানের ইঙ্গিত তো তেমনটাই। 'প্রথমে আমি ভাবতাম, আমার বিয়ের বয়স হয়নি। কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি বিয়ের বয়স পেরিয়ে এসেছি। আমি খুশি...এবার বিয়েটা আসলে করে নিতেই হবে। বোন অর্পিতার বিয়েও হয়ে গেছে, এবার আমার পালা। আমার কাছে আর কোনও অপশন নেই।'

'রবিন হুড' পান্ডের প্রেমের ইতিহাস বেশ বর্ণময়। কখনো ঐশ্বরিয়া রায় কখনো ক্যাটরিনা, বলিউডের হার্ট থ্রবদের সঙ্গে সালমানের প্রেমের ভাঙা গড়া যেন সর্ব সময়ের সঙ্গী। কিন্তু এবার আর সম্পর্ক ভাঙা নয়, গড়ার পালা। সালমানের মন যে এখন শুধু বিয়ে বিয়েই করছে! তবে পাত্রী কে? এই বিষয়ে এখনো তেমন কিছুই জানা যায়নি। অবার অনেই বলছেন মনেহয়- লুলিয়া ভান্তুর। বিষয়টি যদি সত্যি হয় তাহলে তো আর কোনাে কথাই নেই। এবছরই হয়তোবা ব্যাচেলর খানের এত দিনের পুসে রাখা খ্যাতবটা মুছে যেতে চলেছে তার নামের পাশ থেকে।
১২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে