বিনোদন ডেস্ক : হলিউডে কাজ করছেন বলে বলিউডে সম্ভবত আর নেই দীপিকা পাডুকোন! দীপিকা পাড়ুকোনের অনুরাগীদের জন্য সুখবর যে তিনি হলিউডে ছবি করছেন৷ এটি আসলে ঘটা করে বলার মতো কোনো বিষয় নয়। কারণ এই বিষয়ে সবারই জানা রয়েছে এটি অনেকদিন আগের খবর৷ তবে সবার জন্য নতুন একটা খবর আছে৷ সেটা মোটেও সুখবর নয়! কারণ ২০১৬ সালে সম্ভবত দীপিকার কোনো বলিউড ছবি মুক্তি পাচ্ছে না৷ ফলে বড় পর্দায় এ-বছর নতুন করে দীপিকাকে দেখার কোনো সম্ভাবনা থাকছে না৷
কারণ হিসেবে জানা যায়, আর কয়েকদিনের মধ্যে দীপিকা কানাডা পৌঁছে যাচ্ছেন৷ 'এক্সএক্সএক্স' ছবির সিক্যুয়েলের শ্যুটিং-এর জন্য৷ সেখানে ধাপে-ধাপে কয়েক মাস শ্যুটিং করবেন তিনি৷ এমনিতেই হলিউডের কাজ বেশ সময়-সাপেক্ষ৷ ফলে 'ডেট' ঠিক রাখার জন্য দেশে কোনো কাজে সই করেননি দীপিকা৷ আর ভিন ডিজেলের সঙ্গে ছবি করার জন্য যদি জুন-জুলাই মাস হয়ে যায়, তারপর যদি কোনো হিন্দি ছবি শুরুও করেন, তাহলে ২০১৬ সালে সেই বলিউড ছবি শ্যুটিং শেষ হয়ে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকছে না!
এ বিষয়ে দীপিকার কাছ থেকে জানা যায়, হলিউডের ছবির কাজের জন্য বলিউডের পর্দায় এ বছর আর তাকে দেখা যাবেনা। প্রতিবছরই কোনো না কোনো নতুন ঝলক নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন বলিউডের নম্বার ওয়ান এই অভিনেত্রী। কিন্তু তিনিই জানালেন, এ বছর আর নায়!
১২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই