শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৩৫:০৪

ঢাকায় ছিনতাইকারীর কবলে কলকাতার নায়ক ওম!

ঢাকায় ছিনতাইকারীর কবলে কলকাতার নায়ক ওম!

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের কলকাতার জনপ্রিয় নায়ক ওম। বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘হিরো ৪২০’ গতকাল ভারতে মুক্তি পেয়েছে। আর এই ছবির প্রচারে বাংলাদেশে এসে ছিনতাইকারীর কবলে পড়েছেন নায়ক ওম। এই ছবির প্রচারের কাজে গত সপ্তাহে ঢাকায় এসেছেন তিনি। আর তখনি এই ঘটনাটি ঘটে।

গত ৭ ফেব্রুয়ারি ছবিটির অডিও প্রকাশের অনুষ্ঠানে নায়িকা নুসরত ফারিয়ার সঙ্গে অংশ নেন ওম। কারওয়ান বাজারের কাছে একটি লাইভ অনুষ্ঠানে পৌঁছনোর জন্য গাড়ি থেকে নেমে হাঁটেই রাস্তা পার হচ্ছিলেন তিনি সহ ছবির কলাকুশলীরা। দলের বাকি লোকেরা এগিয়ে গিয়েছিলেন। ওম কিছুটা পিছিয়ে পড়েন। তখনই উল্টোদিক থেকে একজন এসে ওমকে ধাক্কা মারেন। ওই সময়ই তার পকেট থেকে কেউ মানিব্যাগ তুলে নেয় বলে জানা যায়।

যদিও এ নিয়ে থানায় কোনো অভিযোগ দায়ের করেননি ওম। তবে ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, এমন ঘটনা তার জীবনে এই প্রথম ঘটলো। এর আগে এমন কোনো সমস্যার মুখমুখি হননি তিনি।

উল্লেখ্য : ভালোবাসা দিবস উপলক্ষে ১২ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পেলেও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজের যৌথ প্রযোজনার ছবি ‘হিরো ৪২০’ ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তির কথা হয়েছিল। কিন্তু এর আগেই চিত্রনাট্য পরীক্ষণ কমিটির কাছে হোঁচট খেলেও গত তিন দিন ধরে ছবিটি প্রিভিউ কমিটির হাতে আটকে আছে। প্রিভিউ কমিটি বলছে, যৌথ প্রযোজনার নিয়ম-নীতি থেকে কিছুটা সরে গিয়ে ছবিটি নির্মাণ করা হয়েছে। তবে প্রাথমিকভাবে প্রিভিউ কমিটি থেকে ছাড়পত্র দিলেও ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির জন্য চুড়ান্ত পরীক্ষা দিতে হবে সেন্সর বোর্ডের কাছে। সেখান থেকে ছাড়পত্র পেলেই তবে ছবিটির প্রেক্ষাগৃহে মুক্তি মিলবে।
১২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে