শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:৩৫:০৩

স্ত্রীর স্নানদৃশ্যের ছবি পোস্ট করে আলোচনায় শহিদ কাপুর

স্ত্রীর স্নানদৃশ্যের ছবি পোস্ট করে আলোচনায় শহিদ কাপুর

বিনোদন ডেস্ক : ‘পিয়ারী স্ত্রী’ বাথরুমে স্নান করছে। আর সেই ছবিই কিনা সোশ্যাল সাইটে শেয়ার করে দিলেন শাহিদ কাপূর! এমন ব্যক্তিগত ছবি কেন ‘ওপেন টু অল’ করে দিলেন বলিউডের হায়দার?

না! যেমন ভাবছেন তেমনটা নয়। সে আপনারা ছবিটা দেখলেই বুঝবেন। মীরা রাজপুত তখন বাথরুমে ছিলেন এটা সত্যি। কিন্তু তার এমন কোনও ছবি শাহিদ শেয়ার করেননি যাতে মীরার অপমান হতে পারে।

ভাল অভিনেতা, ভাল নৃত্যশিল্পী হিসেবে শাহিদ তো বেশ জনপ্রিয় বি-টাউনে। মীরার এই ছবিটা ইন্সটাগ্রামে শেয়ার করার পর অনেকেই বলছেন, শাহিদ ভাল ফটোগ্রাফারও।

বিয়ের পর থেকেই নিজেদের সুখী দাম্পত্যের মুহূর্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন শাহিদ। তিনি নিজে মনে করেন, মীরার এই ছবিটা সেই অ্যালবামের একটা মূল্যবান সম্পদ।  
১৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে