শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৫৩:২৫

ধর্মীয় ভাবাবেগে আঘাত মামলায় মুক্ত সালমান ও শাহরুখ

ধর্মীয় ভাবাবেগে আঘাত মামলায় মুক্ত সালমান ও শাহরুখ

বিনোদন ডেস্ক : মন্দিরে জুতা পরে ঢোকার মামলায় বলিউড অভিনেতা সালমান ও শাহরুখ খানকে রেহাই দিয়েছে দিল্লি পুলিশ। বিগ বস ৯-এর সেটে মন্দিরে জুতা পরে ঢোকায় ক্ষুব্ধ হয়েছিল ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলি।

এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগও দায়ের করা হয়। কিন্তু পুলিশ তাদের রিপোর্টে জানিয়েছে, দুই তারকা কোনো ধর্তব্যযোগ্য অপরাধ করেননি। অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে পুলিশ যে অ্যাকশন টেকেন রিপোর্ট পেশ করেছে।

রিপোর্টে বলা হয়েছে, একটি স্টুডিওতে রিয়েলিটি শো বিগ বসের শ্যুটিং চলছিল। সেই সময় সালমান ও শাহরুখ মন্দিরের সেটে জুতা পায়ে ঢোকেন। আর এভাবে কারুর ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার উদ্দেশ্য তাদের ছিল না। কোনো ধর্মীয় স্থানের পবিত্রতা ক্ষুন্ন করার উদ্দেশ্যেও ওই শ্যুটিং হয়নি। কারণ সেটি স্টুডিও ছিল, কোন মন্দির না।

সমস্ত ঘটনা ও বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখে জানা গেছে, সালমান ও শাহরুখ কোনো ধর্তব্যযোগ্য অপরাধ করেননি। আদালত ২ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।

উল্লেখ্য, অ্যাডভোকেট সৌরভ গুলাতির অভিযোগের ভিত্তিতে আদালত পুলিশকে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। অভিযোগে আদালতকে দুই তারকাসহ কালার চ্যানেল ও রিয়েলিটি শো-য়ের কলাকুশলীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে পুলিশকে নির্দেশ দানের আর্জি জানানো হয়েছিল।
১৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে